Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
রাজস্ব শাখা, দিনাজপুর
Details

জেলা প্রশাসকের কার্যালয়ে ৩য় তলার পশ্চিমদিকে এই শাখার কার্যক্রম সম্পন্ন হয়।


Citizen Service

0


Current Project

0


Duties

       ভূমি উন্নয়ন কর/সার্টিফিকেট/নামজারী/মিস মোকদ্দমাসহ ভূমি রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিবরণী প্রস্ত্তত ও প্রেরণ সংক্রান্ত।

       দেবোত্তর/পীরোত্তর/ওয়াকফ এস্টেট সম্পর্কিত যাবতীয় কার্যাবলী।

পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন।

পরিত্যক্ত বাসা-বাড়ীর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

সায়রাত মহলের যাবতীয় ব্যবস্থাপনা ও রেকর্ডপত্র সংরক্ষণ।

হাট-বাজার/জলমহাল/বালুমহাল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।

বিবিধ মহাল সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

সায়রাত মহাল সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ন প্রেরণ।

আমত্মর্জাতিক সীমানা পিলার,আর এস জরিপ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী

      জরিপ সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগ এর ব্যবস্থাপনা।

      সকল উপজেলার কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবসত্ম সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

     কৃষি অকৃষি খাস জমির মাসিক প্রতিবেদন ও মাসিক সভা সংক্রান্ত      কার্যাবলী।

     সরকারী খাস সম্পত্তি সংক্রান্ত যাবতীয় আবেদন/অভিযোগর ব্যবস্থাপনা

      আবাসন/আশ্রয়ণ/আদর্শগ্রাম (গুচ্ছ গ্রাম) প্রকল্প সংক্রান্ত কার্যাবলী।

      আবাসন/আশ্রয়ণ/আদর্শগ্রাম মাসিক সভা সংক্রান্ত কার্যাবলী।

অর্পিত সম্পত্তি সংক্রান্ত প্রাপ্ত পত্রের আলোকে কার্যক্রম গ্রহণ, বাজেট বরাদ্দ ও বিল সংক্রান্ত কার্যক্রম।

অর্পিত সম্পত্তি ইজারা ব্যবস্থাপনা, পুকুর ইজারা ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

পরিত্যক্ত সম্পত্তি আবাসিক বানিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী।

      অর্পিত সম্পত্তি সংক্রান্ত আবেদন/অভিযোগের ব্যবস্থাপনা। 

      অর্পিত জমি সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রিটার্ণ।

      অর্পিত সম্পত্তির বিষয়ে জেলা জজ আদালতে/হাইকোর্ট বিভাগে/কমিশনার আদালতে/ভূমি আপীল বোর্ডে দায়েরকৃত    মামলা ব্যবস্থাপনা         ও তদারকি।

      অর্পিত সম্পত্তির সকল প্রকার গেজেট/সার্কুলার/রেকর্ডপত্র সংরক্ষণ। 

অর্পিত সম্পত্তি সেলের গঠিত অবমুক্ত বিষয়ে জেলা কমিটির সকল প্রকার কার্যক্রম গ্রহণ/পেশকারী দায়িত্ব পালন যথা সভা, শুনানীসহ রেজুলেশন প্রস্ত্তত করণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। 

অর্পিত সম্পত্তির সভার বাসত্মবায়ন সংক্রান্ত কার্যক্রম।

অর্পিত সম্পত্তি অবমুক্ত বিষয়ে ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আরজি, সমন, নোটিশ, নথি ইত্যাদি কার্যক্রম গ্রহণ।

ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার আপত্তি/জবাব দাখিল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহ আদালতে মামলা তদারকি।

উপজেলা অবমুক্ত সংক্রান্ত জেলা কমিটির আবেদন গ্রহণ এবং রেজিস্টার লিপিবদ্ধ করণসহ এ সংক্রান্ত কার্যক্রম। উপজেলার আবেদন, নথির সার্টিফাইড/ জাবেদা নকল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম।


Contact
ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজস্ব শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর ফোন- ০২৫৮৯৯২৩২৮৭