Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Annual Plan of Innovation

দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ২০১৬ সালের গৃহীত ইনোভেশনের কর্মপরিকল্পনা

 

১।         ১৩-১৪ জানুয়ারি, ২০১৬- মন্ত্রিপরিষদ বিভাগ এবং রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা মোতাবেক

প্রাথমিক

শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর এবং কৃষি অফিসের জেলা ও          উপজেলার মোট ২৮ জন কর্মকর্তাকে ০২ (দুই) দিন ব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা আয়োজন।

২।         ২৭-২৮ জানুয়ারি, ২০১৬- ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন।

৩।         মার্চ, ২০১৬- দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলা ইনোভেশন টিমের সঙ্গে সভা এবং বাস্তবায়নযোগ্য নতুন উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও বিশ্লেষণ।।

৪।         এপ্রিল, ২০১৬- চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা ইনোভেশন টিমের

 সঙ্গে সভা এবং বাস্তবায়নযোগ্য নতুন উদ্ভাবনী ধারণা সংগ্রহ ও বিশ্লেষণ।।        

৫।         আগামী  জুন এবং ডিসেম্বর মাসে অত্র জেলার কার্যক্রম নিয়ে ‘ইনোভেশন পরিক্রমা’ প্রকাশ করা হবে।

৬।         আগামী জুন, ২০১৬ ও ডিসেম্বর, ২০১৬ - সোশ্যাল মিডিয়া সংলাপ আয়োজন করা হবে।

৭।         আগামী জুন, ২০১৬ ও ডিসেম্বর, ২০১৬ – মতবিনিময় সভা আয়োজন করা হবে।

৮।         আগামী মার্চ, ২০১৬ ও জুন, ২০১৬ - সোশ্যাল মিডিয়া আড্ডা আয়োজন করা হবে।

৯।         প্রতি মাসের ইনোভেশন টিম ও বিভিন্ন দপ্তরের ইনোভেশন ফলোআপ প্রতিবেদন বিভাগীয় কমিশনার অফিস, মন্ত্রিপরিষদ

            বিভাগ ও এটুআই বরাবর প্রেরণ করা হবে।

১০।        দু’টি ইনোভেশন সার্কেলে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ৬ টি পাইলট উদ্যোগকে স্বীকৃতি প্রদান করা হবে।

১১।        সফল পাইলট উদ্যোগসমূহকে রেপ্লিকেশন এর জন্য সুপারিশ করা হবে।

১২।        ইনোভেশন সার্কেলে সুপারিশকৃত উদ্যোগসমূহ নির্দিষ্ট সময়ে বাস্তবায়ন করা হবে।

১৩।       আগামী জুলাই, ২০১৬ - জেলা ও উপজেলা পর্যায়ের নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে ইনোভেশন সার্কেল আয়োজন করা হবে।           

১৪।        ইনোভেশন কার্যক্রমসমূহ জেলা প্রশাসক সম্মেলনে এবং বিভাগীয় সমন্বয় কমিটির সভায় এজেন্ডাভুক্ত করে আলোচনা করার

            উদ্যোগ নেয়া হবে। 

১৫।       পাইলট উদ্যোগ বাস্তবায়কারীদের সাথে নির্দিষ্ট বিরতিতে সভা/ভিডিও কনফারেন্সের আয়োজন করা হবে এবং জেলার

 মেন্টরবৃন্দের সাথে আগামী মার্চ, জুন, অক্টোবর এবং ডিসেম্বর, ২০১৬ মাসে সভা আয়োজন করা হবে।

 

 

 

ইনোভেশন সার্কেল বিষয়ক প্রতিবেদন এবং কর্মপরিকল্পনা প্রণয়ন বিবরণ

 

ক্র: নং

উল্লেখ্য বিষয়সমূহ

জেলা ভিত্তিক তথ্য

উপজেলা ভিত্তিক তথ্য

ইনোভেশন টিমের সভার সংখ্যা:

১২ টি

প্রতি উপজেলায় ১২ টি

বাছাইকৃত প্রকল্পের সংখ্যা:

০৮ টি

প্রতি সার্কেলে ০২ টি করে মোট ০৮  টি

মেন্টর নির্ধারণ:

০৮ জন

----

পাইলট প্রকল্পের সংখ্যা:

০৮ টি

প্রতি সার্কেলে ০২ টি করে মোট ০৮  টি

পাইলট প্রকল্প পরিদর্শনের সংখ্যা

১৬ টি

প্রতি প্রকল্প ০২ টি করে মোট ১৬  টি

রেপ্লিকেবল পাইলট প্রকল্পের সংখ্যা

(বর্ণনাসহ):

০২টি

----

সোশ্যাল মিডিয়া আড্ডার সংখ্যা:

০২ টি

প্রতি উপজেলায় ০১ টি

উদ্যোগ বাস্তবায়নকারিদের সাথে সভার সংখ্যা:

০৪ টি

----

উদ্যোগ বাস্তবায়নকারীদের সাথে ভিডিও কনফারেন্সের সংখ্যা:

০২টি

----

১০

মেন্টরদের সাথে সভার সংখ্যা

০৫টি

----

১১

কয়টি পাইলট প্রকল্পকে স্বীকৃতি প্রদান করা হয়েছে (বর্ণনাসহ):

----

----

১২

ইনোভেশন টিমের বিশেষ অর্জন (যদি থাকে):

----

----