Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইনোভেশন তালিকা

 

মাঠ পর্যায় নতুন উদ্ভাবন/ধারণা-২০২২

 

 

ক্র:নং

দপ্তরের নাম

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণ

উদ্ভাবন কার্যক্রম শুরুর তারিখ

শোকেসিং যোগ্য কি না

উদ্ভাবকের ও ঠিকানা

মেন্টরিং কার্যক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

০১

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

সহায়তা সবার জন্য

(ASSISTANCE  4 ALL)

এদেশের জনসংখ্যার প্রায় ৭৫ ভাগ গ্রামে বসবাস করে। যাদের বেশিরভাগেরই জীবন-জীবিকার অন্যতম মাধ্যম হচ্ছে কৃষি। কৃষি প্রধান এদেশ প্রতিবছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা ইত্যাদির সম্মুখিন হচ্ছে। তার পাশাপাশি যুক্ত হয়েছে বৈশ্বিক করোনা মহামারীর প্রকোপ। সরকার কর্তৃক বিভিন্ন মেয়াদে এবং মাত্রায় আরোপকরা হচ্ছে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিধি-নিষেধ। এর প্রভাব পড়ছে গ্রাম বাংলাসহ সারাদেশের সকলস্তরের জনগণের জীবন-জীবিকায়। গত একযুগেরও বেশী সময় ধরে চলতে থাকা ঊর্ধমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাকে সচল রাখতে তাই সরকার হাতে নিয়েছে নানাবিধ সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ কর্মসূচি। এসামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় পরিচালিত হচ্ছে টিআর, জিআর, ভিজিএফ, ভিজিডি, ওএমএস, টিসিবি, আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাঝে গৃহপ্রদান, ঢেউটিন বিতরণসহ আরো প্রায় দেড় শতাধিক কর্মসূচি। এসকল কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, সকলের মাঝে সুষমবন্টন, সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষকে এনিরাপত্তা বলয়ের মাঝে আনতে এএ্যাপটি তৈরি করা হয়েছে। এএ্যাপের মাধ্যমে দ্বৈততা পরিহার করে সমাজের সকল শ্রেণির মধ্যে সরকরি বিভিন্ন সহায়তা সমভাবে বন্টন করা সম্ভব হবে বলে আশা করছি।

০১ সেপ্টেম্বর ২০২১

হ্যাঁ

মোঃ রিয়াজ উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী, দিনাজপুর

উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী, দিনাজপুর

 

০২

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ফুলবাড়ী, দিনাজপুর।

ই-সনদ/ ডিজিটাল সনদ

বর্তমান সময়ে উপজেলা পর্যায়ে পৌরসভা ও ইউনিয়ন সমূহ বিভিন্ন ধরণের সনদ যেমনঃ নাগরিকসনদ, ওয়ারিশসনদ,  চারিত্রিক সনদ, ট্রেড লাইসেন্স ইত্যাদি হাতে লিখে বা ম্যানুয়াল পদ্ধতিতে দিয়ে আসছে, এতে করে সময়, শ্রম ও অর্থের যথেষ্ট অপচয় হচ্ছে। আমাদের উদ্ভাবিত www.certificatefuldin.gov.bd ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে কম খরচে, কমসময়ে নাগরিকগণ তাদের চাহিত ডিজিটাল সনদ পাচ্ছে। এর ফলে নাগরিক যেমন তাদের কাঙ্খিত সেবা পাচ্ছে তেমনি সরকার রাজস্ব আহরণ করছে।

০১ ডিসেম্বর ২০২১

হ্যাঁ

মোঃ রিয়াজ উদ্দিন

উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী, দিনাজপুর

উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী, দিনাজপুর

 

 

 

 

 

 

 

ক্র:নং

দপ্তরের নাম

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণ

উদ্ভাবন কার্যক্রম শুরুর তারিখ

শোকেসিং যোগ্য কি না

উদ্ভাবকের ও ঠিকানা

মেন্টরিং কার্যক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

০৩

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, খানসামা দিনাজপুর।

স্থানীয় অর্থকরী ফসলের বাজার সম্প্রসারণ ও অথনৈতিক  সমৃদ্ধি অর্জন

দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলায় উৎপাদিত রসুন, করলা ও ভুট্টার স্থানীয় বাজার সম্প্রসারণের মাধ্যমে সারাদেশের ব্যবসায়ীদের মাঝে আকর্ষণ সৃষ্টির মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ করা এবং ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধান এবং হাট-বাজার ইজারার মাধ্যমে সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি করা।

৩১/১২/২০২১ হতে চলমান

না

রশিদা আক্তার

উপজেলা নির্বাহী অফিসার, খানসামা, দিনাজপুর

জেলা প্রশাসক

দিনাজপুর

 

০৪

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিরল, দিনাজপুর।

প্রতিটি গ্রামের একটি বাড়ীতে আদর্শ খামার বাড়ীতে রুপান্তরকরণ

গ্রামের একটি বসতবাড়ি নির্ধারণ করতে হবে যেখানে কৃষি, প্রাণিসম্পদ এবং মৎস্য সবগুলো উপাদান কিংবা  কমপক্ষে দুটি উৎপাদনশীল উপাদান থাকবে।বসতবাড়িতে কৃষির জন্য মডেল বা গয়েশপুর মডেল এর মাধ্যমে চাষাবাদ এবং বছরব্যাপী বসতবাড়ির প্রতিটি স্থানের ব্যবহারের মাধ্যমে নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধফল ও সবজি উৎপাদন। প্রাণিসম্পদ এবং মৎস্য চাষ ও বিজ্ঞানভিত্তিকভাবে উৎপাদন বৃদ্ধি এবং জীবিকার জন্য উপযুক্ত মাধ্যম নির্বাচন করা।

জুলাই/ ২০১৯ খ্রি., ঈশ্বরদী, পাবনাতে

শোকেসিং যোগ্য

মোস্তফা হাসান ইমাম

উপজেলা কৃষি অফিসার, বিরল, দিনাজপুর

জোহরা সুলতানা, উপজেলা কৃষি অফিসার চিরিরবন্দর  দিনাজপুর

 

০৫

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিরল দিনাজপুর।

এআইএফ-২ (এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড)

এয়ারেটর মাধ্যমে পুকুরে অক্সিজেন বৃদ্ধি ও অধিক ঘনত্বে মাছ  উৎপাদন।

২৫/০৫/২০২২ খ্রি.

মৎস্য চাষির পুকুরে স্থাপিত

বিরল শংকরপুর অগ্রদূত কার্প মিশ্র সিআইজি (মৎস্য) সমবায় সমিতি লি:।

উপজেলা মৎস্য কর্মকর্তা, বিরল, দিনাজপুর

 

০৬

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিরল দিনাজপুর।

শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এ প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষায় আইসিটি ব্যবহারের সুযোগ তৈরিপূর্বক শিক্ষার গুনগত  মান বৃদ্ধি প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন।

জুন ২০২২

শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব

শোকেসিং যোগ্য

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব

মোঃ জাকির হোসেন

সহকার প্রোগ্রামার, বিরল, দিনাজপুর

 

০৭

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিরল দিনাজপুর।

বিডব্লিউবি (ভিজিডি) উপকারভোগীদের উদ্যোক্তা তৈরি করা

প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে বিডব্লিউবি (ভিজিডি) উপকারভোগীদের উদ্যোক্তা তৈরি করা।

০১/০১/২০২২

শোকেসিং যোগ্য

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরল, দিনাজপুর

ফাহমিদা ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিরল, দিনাজপুর

 

 

 

 

 

ক্র:নং

দপ্তরের নাম

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণ

উদ্ভাবন কার্যক্রম শুরুর তারিখ

শোকেসিং যোগ্য কি না

উদ্ভাবকের ও ঠিকানা

মেন্টরিং কার্যক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

০৮

 

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর।

 

সেলাই মেশিন বিতরণের ক্ষেত্রে উপকার ভোগীর ডাটাবেইজ তৈরি

দু:স্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণের ক্ষেত্রে উপকারভোগীর ডাটাবেইজ তৈরি করা হলে নিম্নবর্ণিত সুবিধাগুলো পাওয়া যাবে:

ক) উপকারভোগীর সংখ্যা সহজেই নির্ধারণ করা যাবে;

খ) উপকারভোগীর ইউনিয়নভিত্তিক তুলনামূলক বিবরণ সহজেই পাওয়া যাবে;

গ) উপকারভোগী নির্বাচনে সহজেই দ্বৈততা পরিহার করা যাবে;

ঘ) দ্বৈততা পরিহার সম্ভব হবে বিধায় অধিক সংখ্যক মহিলাকে এ সুবিধার আওতায় আনা যাবে;

ঙ) বিতরণের ক্ষেত্রে সরকারি/বেসরকারি/এনজিও প্রতিষ্ঠান সমূহের মধ্যে সুসমন্বয় করা যাবে;

চ) উপকারভোগীদের অবস্থার পরিবর্তন অগ্রগতি পর্যবেক্ষণ করা সহজ হবে।

১৫/০৯/২০২২

হ্যাঁ

উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর

১। উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর

২। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, পার্বতীপুর, দিনাজপুর

 

০৯

বিসিক জেলা কার্যালয়, দিনাজপুর

বিসিক ওয়ান স্টপ সার্ভিস

বিসিক ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে  শিল্প নিবন্ধন কার্যক্রম সহজ করা হয়েছে। এই সার্ভিস শুরুর পূর্বে  উদ্যোক্তাদেরকে বিসিক অফিসে এসে শিল্প নিবন্ধন নিতে হতো কিন্তু বর্তমানে বিসিক ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে উদ্যোক্তারা বিসিক অফিসে না এসেও যে কোন প্রান্ত থেকে অনলাইনে তাদের শিল্প নিবন্ধন নিতে পারেন। ফলে উদ্যোক্তারা স্বল্প সময়ে এবং স্বল্প খরচে সেবা নিতে পারছেন। বিসিক ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে অদূর  ভবিষ্যতে আরও নতুন সেবা সংযোজন করা হবে।

১৩/০৬/২১

খ্রি.

অনলাইন

বিসিক আইসিটি সেল, প্রধান কার্যালয়, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

আব্দুল্লাহ আল মামুন

 

সম্প্রসারণ কর্মকর্তা

মোবাইল নং ০১৯৫৫৫২৮৬৬৭

 

১০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দিনাজপুর

অগ্নি নির্বাপন গাড়িতে লোকেশন ডিভাইজ স্থাপন

অগ্নি নির্বাপন গাড়িতে লোকেশন ডিভাইজ স্থাপন

-

-

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দিনাজপুর

জনাব মোঃ মঞ্জিল হক সহকারী পরিচালক

দিনাজপুর

স্বল্ সময়ের মধ্যে অগ্নিকান্ড/দূঘটনা স্থলে পৌঁছে দ্রুত জনগণকে সেবা দেয়া সম্ভব

 

 

 

 

 

 

ক্র:নং

দপ্তরের নাম

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণ

উদ্ভাবন কার্যক্রম শুরুর তারিখ

শোকেসিং যোগ্য কি না

উদ্ভাবকের ও ঠিকানা

মেন্টরিং কার্যক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

১১

দিনাজপুর পলিটেক নিক ইনস্টিটিউট, দিনাজপুর

নবায়ন যোগ্য শক্তি সৌরবিদ্যুতের ব্যবহার

সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় সবাই এই মূল্যবৃদ্ধির প্রাথমিক শিকার হয়েছে। সৌরশক্তি হল একটি মুক্ত উৎস্য যা সারা বিশ্বে প্রচুর পরিমানে পাওয়া যায় এবং উন্নত প্রযুক্তি ও দক্ষতার সাথে সৌরবিদ্যুত উৎপাদনের মাধ্যমে এটিকে সবার কাছে সাশ্রয়ী ও সহজলভ্য করা সম্ভব। মেঘলা দিনে আংশিক রোদে, এমনকি শীতের পরিবেশেও সৌর প্যানেল থেকে একটি উল্লেখযোগ্য পরিমান বিদ্যুৎ উৎপাদন করা যায়। সৌরবিদ্যুত উৎপাদন প্রক্রিয়ায় প্রাথমিক ইন্সটলেশনে একবার বিনিয়োগ করার পর এটি থেকে দীর্ঘমেয়াদে বিনামূল্যে বিদ্যুত পাওয়া যায় যা প্রতিষ্ঠানের ইউলিটি খরচ কমাতে সহায়তা করবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে সৌরপ্যানেল যতবেশি ব্যবহার করা হবে ওয়াট প্রতি খরচ তত কমে যাবে।

বেশিরভাগ  প্রতিষ্ঠানের ভবনের ছাদ সমতল হওয়ায় সোলার প্যানেল ইনস্টলেশন প্রক্রিয়া সহজ, অপারেটিং কস্ট কম এবং এর মেইনটেন্সের খরচও কম। তাই প্রতিষ্ঠানের প্রচুর ছাদের জায়গায় সৌরপ্যানেল ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন আমাদের বৈদ্যুতিক চাহিদ মিটাতে সহায়তা করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা করবে।    

০১ নভেম্বর ২০২২

শোকেসিং যোগ্য

দিনাজপুর পলিটেক নিক ইনস্টিটিউট,

মোঃ আবদুল ওয়াদুদ মন্ডল অধ্যক্ষ দিনাজপুর পলিটেক নিক ইনস্টিটিউট,

 

১২

জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুর

শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনলাইন ডাটাবেইজ অন্তর্ভূক্ত করণ

এই উদ্ভাবনের মাধ্যমে শিল্পী ও সাংস্কৃতিক প্রতিণ্ঠানের তথ্য সহজেই জানতে পারবে।

৩০/০৮/২০২২

শোকেসিং যোগ্য

জনাব লিয়াকত আলী লাকী মহাপরিচালক, বাশিএ, ঢাকা

জনাব মীন আরা পারভীন, জেলা কালচারাল অফিসার, জেশিএ, দিনাজপুর

 

১৩

জেলা সরকারি গণগ্রন্থাগারদিনাজপুর

স্টক টেকিং

অত্র গ্রন্থাগারের ৪০,০০০ (চল্লিশ হাজার)পুস্তকের অন্তর্ভূক্তি নম্বর Microsoft Excel Worksheet-এ ইনপুট দিয়ে Sort & Filter-এ Sort Smallest to Largest-এ Click করে পুস্তক হিসাব ও হারানো পুস্তক বের করে পাঠকদের মাঝে দ্রুত সরবরাহ করা।

০১/০৮/২০২২

না

জাহাঙ্গীর আলম, জুনিয়র লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার দিনাজপুর

মাহাবুবা আক্তার সহকারী লাইব্রেরিয়ান জেলা সরকারি গণগ্রন্থাগার দিনাজপুর

 

 

 

 

ক্র:নং

দপ্তরের নাম

উদ্ভাবনের নাম

উদ্ভাবনের সংক্ষিপ্ত বিবরণ

উদ্ভাবন কার্যক্রম শুরুর তারিখ

শোকেসিং যোগ্য কি না

উদ্ভাবকের ও ঠিকানা

মেন্টরিং কার্যক্রমে যুক্ত কর্মকর্তা

মন্তব্য

১৪

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর।

তথ্য সেবা কেন্দ্র (হেল্প ডেস্ক)

১। কার্যালয়ের কার্যক্রম সংক্রান্ত একটি তথ্যসেবা কেন্দ্র/হেল্প ডেস্ক স্থাপন।

২। কার্যালয়ের সেবা সংক্রান্ত সকল তথ্য একই ডেস্ক/ব্যাক্তির কাছে পাওয়া যাবে।

৩।প্রশিক্ষণ সংক্রান্ত সকল তথ্য/ভর্তি ফরম সংগ্রহ ও জমা/ঋণ/যুব সংগঠনসহ অন্যান্য তথ্য একই ডেস্কে সম্পন্ন/তথ্য সংগ্রহ করা যাবে।

৪। এছাড়াও মন্ত্রণালয়/অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত বিভিন্ন সারকুলার/পরিপত্র/ বিজ্ঞপ্তি এই ডেস্কে পাওয়া যাবে।

১ নভেম্বর ২০২২

শোকেসিং যোগ্য নয়।

মো: আশরাফুল ইসলাম

সহকারী প্রশিক্ষক

(ইলেকট্রনিক্স)

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর।

মোহাম্মদ রায়হান আলী

সিনিয়র প্রশিক্ষক

(দপ্তর বিজ্ঞান)‘

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয় দিনাজপুর।

তথ্য সেবা কেন্দ্র স্থাপিত হলে তা যুবদের সহজে সেবা পেতে সহায়তা করবে।