জেলা প্রশাসকের কার্যলয়ের ৩য় তলার উত্তরদিকে শাখাটির অবস্থান।
0
0
১। জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা । ২। জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা করণ। ৩। জেলা চোরাচালান নিরোধ টাক্সফোর্স কমিটির সভা । ৪। জেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটির সভা । ৫। জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা । ৬। জেলা চোরাচালান মামলা মনিটরিং কমিটির পাক্ষিক সভা । ৭। নারী ও শিশু পাচার মামলা মনিটরিং, ভিকটিম উদ্ধার ও পূর্নবাসন সংক্রান্ত পাক্ষিক সভা । ৮। চাঞ্চলকর ওলোমহর্ষক মামলা সংক্রান্ত কমিটির সভা । ৯। এসিড নিয়ন্ত্রন কাউন্সিল-এর জেলা কমিটির দ্বি-মাসিক সভা। ১০। এসিড অপরাধ মামলা মনিটরিং সেল মাসিক সভা। ১১। কারাগার পরিদর্শক বোর্ডে ত্রৈমাসিক সভা। ১২। সকল ধরণের আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান এবং নবায়ন করণ। ১৩। সকল প্রকার পত্র গ্রহন ও বিলি বন্টন। ১৪। বিভিন্ন কাজে ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। ১৫। টাক্সফোর্সের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ। ১৬। কবর হতে লাশ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ। ১৭। অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত কাজে ম্যাজিস্ট্রেট নিয়োগ। ১৮। জেলা ও বিভিন্ন জেলার সাক্ষীর প্রতি নোটিশ জারী সংক্রান্ত। ১৯। বৈবাহিক সনদ প্রদান। ২০। যাত্রা, সার্কাস,ও বিভিন্নমেলা সংক্রান্ত কার্যাদী। ২১। সিনেমা হলের লাইসেন্স প্রদান ও নবায়ন সংক্রান্ত। ২২। বিভিণ্ণ বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত আবেদনের কার্যাদী। ২৩। মহামান্য সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের ফৌঃ মিস/ফৌঃ আপীল/ফৌঃ রিভিশন/ রীট ইত্যাদী মামলার ব্যবস্থাপনা ও তদারকী। ২৪। সিআরপিসি আদালতের ম্যাজিস্ট্রেট ও মামলা সংক্রান্ত কার্যাদী। ২৫। রাজনৈতিক ও হয়রানী মূলক মামলা সংক্রান্ত আবেদনের কার্যাদী। ২৬। ডিটেনশন সংক্রান্ত মামলা পরিচালনা সংক্রান্ত কার্যাদী। ২৭। প্রেস এন্ড পাবলিকেশনসহ পত্রিকা সংক্রান্ত কার্যক্রম ব্যবস্থাপনা ও তদারকী। ২৮। ভ্রাম্যমান আদালতের বিল/সম্মানী প্রদান। ২৯। পিপি, এপিপি ও স্টেট ডিফেন্সদের বিল-ভাতা প্রদান সংক্রান্ত কার্যাদী। ৩০। বিজিবি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম। ৩১। সীমান্ত বিষয়ক পত্রালাপ/সভা। ৩২। সরকারী সংস্থা/ প্রতিষ্ঠানের সাথেযোগাযোগ সংক্রান্ত যাবতীয়, কার্যাদী। ৩৩। চোরাচালান অভিযান সংক্রান্ত কার্যাবলী, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন সংক্রান্ত কার্যাদী। ৩৪। দিনাজপুর জেলা কারাগার সংক্রান্ত যাবতীয় কার্যাদী। ৩৫। এসিডের ব্যবহার/বিক্রয়/পরিবহন সংক্রান্ত যাবতীয় কার্যাদী ও লাইসেন্স প্রদান। ৩৬। পয়জন লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যাদী । ৩৭। লাশ পরিবহন বিল সংক্রান্ত যাবতীয় কার্যাদী । ৩৮। বিভিন্ন দিবস উপলক্ষ্যে মুক্তিযোগ্য বন্দীর( হাজতী/কয়েদীদের) মুক্তি প্রদান সংক্রান্ত কার্যাদী ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেএম শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর। ফোন- ০২৫৮৯৯২৩৩৫৭, ই-মেইল- acjmdinajpur302@gmail.com
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস